দেশজুড়ে

বাগেরহাটের ৯টি মেগা প্রকল্পের কাজ শেষ হবে নির্ধারিত সময়ে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, বাগেরহাট জেলার উন্নয়নের স্বার্থে স্থানীয় সম্পদগুলো ব্যবহার করতে পারলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। এজন্য কাজ করছে বর্তমান সরকার। শুক্রবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আবুল কালাম আজাদ বলেন, বাগেরহাটে বর্তমান সরকারের হাতে নেয়া জনগুরুত্বপূর্ণ ৯টি মেগা প্রকল্প হচ্ছে- খানজাহান আলী বিমান বন্দর, মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল, মংলা-খুলনা রেল লাইন, মংলা ইপিজেড, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, মংলায় খাদ্য বিভাগের সাইলো, মংলা বন্দরের আধুনিকায়ণ, উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও মংলায় দুটি বিশেষ অর্থনৈতিক জোনসহ অনান্য উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের এই উন্নয়ন জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধি করবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা প্রয়োজন।তিনি বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও সুন্দরবন, মংলা বন্দরসহ ব্যাপক প্রাকৃতিক সম্পদে ভরা বাগেরহাট জেলাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে এসব মেগা প্রকল্পসহ উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করা হবে। বর্তমানে এই জেলায় বিদ্যমান যেসব বড় সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সংসদ অ্যাড. মীর শওকাত আলী বাদশা ও তালুকদার আব্দুল খালেক, মহিলা  হ্যাপী বড়াল, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদসহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিববৃন্দ। বাগেরহাট জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়রসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেয়।উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি এর আগে সকালে সার্কিট হাউজে বাগেরহাটের ৯টি মেগা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মিলিত হন। বাগেরহাটে ৯টি মেগা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আসা সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সচিব পবন চৌধুরী, রেল সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন প্রমুখ।শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

Advertisement