করোনাভাইরাস পরবর্তী সময়ে একে একে মাঠে ফিরেছে ইউরোপের সেরা ৫টি লিগের চারটি। জার্মান বুন্দেসলিগা, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি-আ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ। বাকি ফ্রেঞ্চ লিগ ওয়ান আগেই মৌসুম বাতিল ঘোষণা করে পিএসজিকে চ্যাম্পিয়নশিপের মুকুট পরিয়ে দিয়েছিল।
Advertisement
ওঘরোয়া লিগগুলো মাঠে গড়ালেও ইউরোপের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কি সিদ্ধান্ত, সেটা জানার জন্য অধির আগ্রহে অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। অবশেষে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে।
তারা এরই মধ্যে ঘোষণা করে ফেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের তারিখ। আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পূর্বে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের জন্য নির্ধারিত ছিল ইস্তাম্বুল। কিন্তু তুরস্কের ঐতিহাসিক শহরটির কপালে আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের ভাগ্য জুটছে না।
কারণ, উয়েফা সিদ্ধান্ত নিয়েছে, মাত্র ১২ দিনের মধ্যেই পর্তুগালের রাজধানী লিসবনে শেষ করা হবে চ্যাম্পিয়ন্স লিগের বাকি টুর্নামেন্ট।
Advertisement
করোনাভাইরাস মহামারি শুরুর আগে দ্বিতীয় রাউন্ডের অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হয়ে গেছে। বাকি থাকা কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপ স্টাইলে মিটি টুর্নামেন্টের মাধ্যমে শেষ করা হবে পুরো চ্যাম্পিয়ন্স লিগ।
অর্থ্যাৎ, মাত্র এক লেগেই শেষ হয়ে যাবে নকআউটের প্রতিটি পর্ব। আগের নিয়ম ছিল শুধুমাত্র ফাইনালছাড়া প্রতিদ্বন্দ্বী দলগুলো দুই লেগে একে অপরের মাঠে পরস্পর মোকাবেলা করতো। কিন্তু এবার করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে কোয়ার্টার ফাইনাল থেকে মাত্র একটি লেগেই (বিশ্বকাপের স্টাইলে) টুর্নামেন্ট শেষ করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
লিসবনেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ১২ আগস্ট শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। এরপর ২৩ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ করে দেয়া হবে ২০১৯-২০২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ।
স্টেডিয়ামগুলোতে কোনো দর্শকের প্রবেশের অনুমতি থাকবে না এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। উয়েফা ইউরোপা লিগও ঠিক একই স্টাইলে অনুষ্ঠিত হবে জার্মানিতে। কোলোনো টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে আজ এসব তথ্য।
Advertisement
আইএইচএস/