বিপুল উৎসাহের মধ্যে দিয়ে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় চট্টগ্রাম সমুদ্র সৈকতে পুজার্থীদের ভিড় ছিল চোখেঁ পড়ার মতো। নিরাপত্তা ব্যবস্থাও ছিল লক্ষ্যণীয়।শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের প্রায় ৪টি এলাকায় প্রতিমা বির্সজন দেওয়ার জন্য হিন্দু ধর্মবলম্বীরা জড়ো হতে শুরু করেন। সকাল দশটা নাগাদ লোকে লোকারণ্য হয়ে উঠে পতেঙ্গা সমুদ্র সৈকত।পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর জানান, সমুদ্র সৈকত এলাকায় ৪ প্লাটুন পুলিশ ছাড়াও র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।পতেঙ্গা ছাড়াও সদরঘাট, কর্ণফূলিতেও প্রতিমা বির্সজন দিতে লোকজন জড়ো হয়। এসব স্থানেও চট্টগ্রামের বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দূর্গাকে বিদায় জানান।জীবন মুছা/আরএস/আরআইপি
Advertisement