বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দুই মাসেরও বেশি সময় সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে অফিস খুলেছে। এতে করে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
তাই করোনায় আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় কুইক রেসপন্স টিম গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিভাগের উপসচিব মোহাম্মদ সফিউল আলমকে টিম লিডার করে গত ১৪ জুন ৭ সদস্যের একটি কুইক রেসপন্স টিম গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
এ টিমের কার্যপরিধিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে উক্ত টিম তাৎক্ষণিকভাবে তার বা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
এতে আরও বলা হয় টিম আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন আকারে অত্র বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশানস ও কল্যাণ) নিকট দাখিল করবেন। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে অন্যান্য কার্যাদি সম্পাদন করবে।
Advertisement
এমইউএইচ/এনএফ/এমএস