রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও চারজন। তবে করোনা জয় করেছেন আরও ৩৭ জন। আর করোনা নিয়ে হাসপাতালে এসেছেন ১৪ জন। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৩০ জনের। এর মধ্যে করোনায় প্রাণ গেছে ৩৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২০ জন।
Advertisement
বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও নতুন করে ২২৫ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জে ২০ জন, রাজশাহীতে ১১ জন, নাটোরে চারজন, পাবনায় তিনজন এবং জয়পুরহাটে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন করে করোনা শনাক্ত হয়নি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয়।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজন এবং নওগাঁয় একজনসহ মোট চারজনের প্রাণ গেছে করোনায়। তবে একদিনেই সুস্থ হয়েছেন নওগাঁর ১৫ জন, বগুড়ার ১৩ জন, রাজশাহীর পাঁচজন, জয়পুরহাটের তিনজন এবং নাটোরের একজনসহ মোট ৩৭ জন করোনা রোগী। এছাড়াও করোনা নিয়ে হাসপাতালে এসেছেন বগুড়ায় ১১ জন ও জয়পুরহাটের তিনজনসহ মোট ১৪ জন।
Advertisement
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায় এক হাজার ৭০২ জন। এছাড়াও জয়পুরহাটে ২৩৮, সিরাজগঞ্জে ২৩২, নওগাঁয় ২২০, পাবনায় ২১২, রাজশাহীতে ১৫৬, নাটোরে ৯০ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় এ পর্যন্ত সর্বোচ্চ প্রাণ গেছে বগুড়ার ২২ জনের। এছাড়াও পাবনার পাঁচজন, নওগাঁর চারজন, রাজশাহীর তিনজন, সিরাজগঞ্জে তিনজন, এবং নাটোরের একজনের প্রাণ নিয়েছে করোনা।
করোনা জয় করেছেন বগুড়ার ১৫৩ জন, নওগাঁর ১৪৩ জন, জয়পুরহাটের ১৩৬ জন, নাটোরের ৫১ জন, রাজশাহীর ৪৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৭ জন, পাবনার ২৫ জন এবং সিরাজগঞ্জের ১৬ জন।
করোনা নিয়ে এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ১৯৯ জন হাসপাতালে এসেছেন জয়পুরহাটে। এছাড়াও বগুড়ায় ১৮১ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় আটজন, পাবনায় সাতজন এবং সিরাজগঞ্জে তিনজন করোনা নিয়ে হাসপাতালে এসেছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ