নওগাঁর পোরশায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু সাইদ নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার নিতপুর দিয়াড়াপাড়ার গ্রামের বাড়িতে শিশুটি মারা যায়। তার বাবার নাম আবু সুফিয়ান।
Advertisement
পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শিশুটিকে গত কয়েক দিন আগে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার বাবা-মা। অবস্থার উন্নতি না হওয়ায় প্রাথমিকভাবে শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। পরে নওগাঁ ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসার পর আবারও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে গত ১৪ জুন তার ফলাফল পজিটিভ আসে।
তিনি বলেন, শিশু আবু সাইদের করোনা পজিটিভ আসার পর তার পরিবারকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছিল। এছাড়া তার পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের ফলাফল এখনও আসেনি। মঙ্গলবার দিবাগত রাতে শিশুটি মারা গেছে। তবে কিভাবে শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে তা তার পরিবার বলতে পারছে না।
আব্বাস আলী/আরএআর/জেআইএম
Advertisement