জাতীয়

সাকার পাকিস্তানি সাক্ষীদের বাংলাদেশে আসার আবেদন প্রত্যাখ্যান

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ শুনানিতে ডিফেন্স সাক্ষী হিসেবে উপস্থিত হতে চাওয়া আবেদনকারী পাঁচ পাকিস্তানির বাংলাদেশে আসার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ খবর প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ডিফেন্স সাক্ষী হিসেবে যে পাঁচ পাকিস্তানি ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদেরকে বাংলাদেশ প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ।প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের কাছে একটি চিঠি লিখেছেন। যেখানে এই পাঁচজনের ছবি এবং নাম পাঠিয়ে তাদেরকে কালোতালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।ওই পাঁচ পাকিস্তানি হলেন- পাকিস্তানের স্থপতি মুনিব আরজুমান্দ খান, পাকিস্তানের ডন গ্রুপের চেয়ারম্যান আমবর হারুন সায়গল, পাকিস্তানের সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ভিকারুননিসা নূনের নাতি রিয়াজ আহমেদ নূন এবং পাকিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ মিয়া সুমরো।পাকিস্তানের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ইসহাক খান খাকওয়ানি বলেছেন, বাংলাদেশ সরকারের এ ধরনের পদক্ষেপে আমরা হতাশ। আমরা প্রত্যেকটি ফোরাম থেকে এর প্রতিবাদ জানাচ্ছি।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন করা হয় গত ১৯ অক্টোবর। পাঁচ পাকিস্তানি ছাড়া এক মার্কিন নাগরিক এবং দুই বাংলাদেশির সাক্ষ্য আমলে নেওয়ার আবেদন করা হয়েছে।আরএস/আরআইপি

Advertisement