সাতক্ষীরার কলারোয়া থেকে অপহৃত কেন্দ্রীয় আহলে হাদীসের যুগ্ম-সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহকে শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২ অক্টোবর সকাল ৯টার দিকে আহলে হাদীসের একটি সাংগঠনিক সম্মেলনে যোগ দেয়ার জন্য বাড়ি থেকে রওনা হওয়ার পর কলারোয়ার তুলশিডাঙ্গা এলাকা থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই দিন বিকেলে তার মেয়ে মাহমুদা আখতারী কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন বাবাকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক (তথ্য কর্মকর্তা) কামাল হোসেন জাগো নিউজকে জানান, মাওলানা ওবায়দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের একটি মামলা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আটক আছেন। চৌদ্দগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, সকালে র্যাবের একটি প্রতিনিধি দল মাওলানা ওবায়দুল্লাহ গযনফরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এমএএস/আরআইপি
Advertisement