শাহ সুহেল আহমদ, ফ্রান্সে (প্যারিস) থেকে
Advertisement
করোনাভাইরাসে ফ্রান্সে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তিনি প্যারিসে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় আড়াই মাস থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
নিহত কবির আহমদ চৌধুরী সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী পীরনগর গ্রামের মরহুম হাবিবুর রহমান চৌধুরীর ছেলে। হাসপাতাল সূত্র জানায়, প্রায় আড়াই মাস পূর্বে তার শরীরে করোনা ধরা পড়ে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মধ্যখানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও গত দুই সপ্তাহ থেকে আবারও তার অসুস্থতা বেড়ে যায়।
ফ্রান্সে বাঙালি কমিউনিটি নেতা মিজান চৌধুরি মিন্টু জানান, মরহুম হাবিবুর রহমান গত রাত ১টায় প্যারিসের মন্তসুখি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সূত্র মতে, তিনি প্রায় ৬ মাস আগে স্ত্রীসহ ফ্রান্সে আসেন। উল্লেখ্য, করোনায় ফ্রান্সে এখন পর্যন্ত অন্তত ৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
Advertisement
এমআরএম