আন্তর্জাতিক

চীন-ভারত: সামরিক শক্তিতে কে এগিয়ে?

লাদাখ সীমান্তে সোমবার রাতের রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের অন্তত ২০ জওয়ান প্রাণ হারিয়েছেন। চীনা বাহিনীরও কমপক্ষে ৪৩ জন হতাহত হয়েছেন বলে জানা গেছে। দু’পক্ষেই এখন ‘যুদ্ধ, যুদ্ধ’ রব। যেকোনও সময় শুরু হয়ে যেতে পারে আরও বড় সংঘর্ষ। সত্যিই যদি যুদ্ধ লেগে যায় চীন-ভারতের মধ্যে তবে কে জিতবে তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে তা থেকে কিন্তু কিছুটা আন্দাজ করা যায়।

Advertisement

একনজরে দেখে নেয়া যায় সামরিক শক্তিতে চীন ও ভারতের মধ্যে পার্থক্য কতটুকু-

পিডব্লিউআর ব়্যাঙ্কিংসামরিক শক্তির এই ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে চীন৷ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে, অর্থাৎ এ তালিকায় তিন নম্বরে রয়েছে দেশটি। তবে ভারতও খুব একটা পিছিয়ে নেই। চীনের পরেই, অর্থাৎ চার নম্বরে রয়েছে তারা৷

সক্রিয় সেনাসদস্যচীনের সেনাসদস্য রয়েছে মোট ২১ লাখ ২৩ হাজার, ভারতের ১৪ লাখ ৪৪ হাজার। তবে রিজার্ভ সৈন্যের সংখ্যায় ভারত এগিয়ে৷ চীনের ৫ লাখ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য৷

Advertisement

প্রতিরক্ষা বাজেটপ্রতিরক্ষা খাতের বাজেটে ভারতের চেয়ে কয়েকগুণ এগিয়ে চীন। চীনের ২ হাজার ৩৭০ কোটি ডলারের বিপরীতে ভারতের প্রতিরক্ষা বাজেট মাত্র ৬১০ কোটি ডলার৷

এয়ারক্রাফটএখানেও অনেকটাই এগিয়ে চীন। তাদের এয়ারক্রাফট রয়েছে ৩ হাজার ২১০টি। ভারতের রয়েছে ২ হাজার ১২৩টি।

যুদ্ধজাহাজচীনের যুদ্ধজাহাজ রয়েছে ৭৭৭টি, ভারতের ২৮৫টি।

যুদ্ধবিমানযুদ্ধবিমানের সংখ্যায় দ্বিগুণেরও বেশি এগিয়ে চীন। তাদের ১ হাজার ২৩২টি যুদ্ধবিমানের বিপরীতে ভারতের রয়েছে ৫৩৮টি৷

Advertisement

হেলিকপ্টারচীনের হেলিকপ্টার ৯১১টি, ভারতের ৭২২টি৷

ট্যাংকট্যাংকের সংখ্যায় বেশ এগিয়ে ভারত। চীনের ট্যাংক য়েছে ৩ হাজার ৫০০টি আর ভারতের ৪ হাজার ২৯২টি৷

সাঁজোয়া যানচীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার, ভারতের ৮ হাজার ৬৮৬টি৷

স্বয়ংক্রিয় আর্টিলারিএখানে দুই দেশের মধ্যে তুলনাই চলে না৷ চীনের স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে ৩ হাজার ৮০০টি, ভারতের মাত্র ২৩৫টি৷

ফিল্ড আর্টিলারিএখানে চীনের চেয়ে সামান্য এগিয়ে ভারত৷ চীনের ৩ হাজার ৮০০টির বিপরীতে ভারতের ফিল্ড আর্টিলারিরয়েছে ৪ হাজার ৬০টি।

রকেট প্রজেক্টরএখানেও যোজন যোজন এগিয়ে চীন। তাদের রকেট প্রজেক্টর ২ হাজার ৬৫০টি, ভারতের মোটে ২৬৬টি৷

সাবমেরিনভারতের চেয়ে চীনের সাবমেরিন প্রায় পাঁচগুণ বেশি। চীনের সাবমেরিন ৭৪টি, সেখানে ভারতের রয়েছে মাত্র ১৬টি।

বিমানবাহী জাহাজচীনের বিমানবাহী জাহাজ রয়েছে দু’টি, ভারতের একটি৷

ডেস্ট্রয়ারচীনের ৩৬টি ডেস্ট্রয়ারের বিপরীতে ভারতের রয়েছে ১০টি৷

ফ্রিগেটচীনের ৫২টি। তার ঠিক চার ভাগের এক ভাগ, অর্থাৎ ১৩টি ফ্রিগেট ভারতের ৷

রণতরিচীনের রণতরি ৫০টি, ভারতের ১৯টি৷

উপকূলীয় টহলচীনের ২২০, ভারতের ১৩৯৷

বিমানবন্দরচীনের মোট ৫০৭টি বিমানবন্দর রয়েছে, ভারতের ৩৪৭টি৷

নৌবন্দর ও টার্মিনালএখানেও এগিয়ে চীন। তাদের নৌবন্দর ও টার্মিনাল ২২টি। ভারতের রয়েছে মোট ১৩টি।

সূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার ডটকম, ডয়চে ভেলেকেএএ/