করোনাভাইরাসকালে দেশের তিন এলাকায় নারী ও শিশুর প্রতি বর্বর, নৈরাজ্যজনক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংগঠনটি।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় (১৬ জুন) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, 'করোনাভাইরাসে সংক্রমিত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ওয়ার্ডবয় নজরুল ইসলাম কর্তৃক যৌন হয়রানির ঘটনা ঘটেছে। ওই নারী সম্প্রতি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন। গত ৬ জুন তিনি খুলনায় করোনা হাসপাতালে ভর্তির শুরু থেকেই বিভিন্ন অজুহাতে ওয়ার্ডবয় নজরুল ইসলাম তাকে উত্ত্যক্ত করে আসছিলেন।'
গত ১৪ জুন দিবাগত রাতে নজরুল ইসলাম প্রয়োজনের কথা বলে ওই নারীকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন এবং কুপ্রস্তাব দেন। কোনোমতে ওই নারী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল ত্যাগ করেন।
Advertisement
অন্যদিকে গত ১৫ জুন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। তবে ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
অপরদিকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় বাঙ্গড্ডা ইউনিয়নে আপন চাচা সোহেল কর্তৃক কিশোরী ভাতিজিকে ধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, কিশোরীর মা অসুস্থ থাকায় গত বছরের নভেম্বর মাসে তার বাবা-মাকে নিয়ে কুমিল্লার একটি প্রাইভেট ক্লিনিকে গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক তারা ওই ক্লিনিকে ৫-৬ দিন অবস্থান করেন। এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় কিশোরীরে আপন চাচা সোহেল টানা চারদিন ধর্ষণ করে এবং বিষয়টি প্রকাশ করলে কিশোরীকে মেরে ফেলার হুমকি দিলে ভয়ে কিশোরী কাউকে কিছু জানায়নি। এতে ওই কিশোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি নিয়ে সমাজপতিরা কয়েক দফা সালিশ বৈঠকে বসলে ঘটনাটির সুষ্ঠু বিচার না হলে কিশোরীর ভাই রাসেল তার বোনকে নিয়ে আত্মহত্যা করার ঘোষণা দেয়। এ ঘটনায় মামলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'মহিলা পরিষদ করোনাভাইরাসে সংক্রমিত চিকিৎসাধীন নারীকে ওয়ার্ডবয় নজরুল ইসলাম কর্তৃক যৌন হয়রানি, কিশোরী ও শিশুর প্রতি ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।'
Advertisement
'ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। সেই সাথে নির্যাতনের শিকার নারী, কিশোরী ও শিশুর সুচিকিৎসাসহ তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে।'
জেইউ/জেডএ/এমএস