ময়মনসিংহের ভালুকায় করোনা আক্রান্ত হয়ে শচীন্দ্র নাথ (৪০) নামে এক পোশাক কারখানার কর্মকর্তা মৃত্যু হয়েছে।
Advertisement
শচীন্দ্র নাথ উপজেলায় স্কয়ার ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় নির্বাহী পদে চাকরি করতেন। তিনি বগুড়ার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা। ভালুকায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার পর ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে ভর্তি হন শচীন্দ্র নাথ। হাসপাতালে অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে তিনি মারা যান।
এর আগে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। সোমবার (১৫ জুন) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই দিন শচীন্দ্র নাথসহ ভালুকায় ৯ জন করোনা আক্রান্ত হয়।
Advertisement
শচীন্দ্র নাথের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, শচীন্দ্র নাথের মরদেহ তার নিজ বাড়ি বগুড়ার নন্দীগ্রামে নিয়ে গেছে। সেখানেই তাদের ধর্ম অনুযায়ী মরদেহের সৎকার করা হবেও বলেও জানান তিনি।
এমএএস/এমএস