রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা নিহত হওয়ার ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে রাজধানীর কামরাঙ্গিরচর এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল থেকে আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গিরচরে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও তিন জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলকায় দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশি করতে গিয়ে ছুরিকাঘাতে আহন হন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আটকের তথ্য নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমউজ্জামান জানান, তিনজনকে আটক করা হয়েছে। অভিযান আরও চলবে। মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্ত শেষে আজ (শুক্রবার) রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে নিহত ইব্রাহিম মোল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে এএসআই ইব্রাহিমের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার সোলারকোলা ইউনিয়নের পালপাড়ায় পাঠানো হবে বলেও জানান তিনি।জেইউ/আরএস/আরআইপি
Advertisement