ঢাকা আইনজীবী সমিতির সদস্য সিরাজুল ইসলাম মল্লিক বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সেই মারা যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোল্লা।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতাদ্বয় বলেন, ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য সিরাজুল ইসলাম মল্লিক চার দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শনিবার (১৩ জুন) রাতে হঠাৎ তার পেটে সমস্যা দেখা দিলে তাকে মিরপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও সফল হয়নি পরিবার। সবশেষে অ্যাম্বুলেন্সেই এই আইনজীবীর মৃত্যু হয়। একজন মুমূর্ষু রোগীকে নিয়ে সারারাত বিভিন্ন হাসপাতাল ঘুরেও ভর্তি করাতে না পারাটা দুঃখজনক। একজন আইনজীবীর এমন করুণ মৃত্যু কতটা অমানবিক। যাদের অবহেলায় এ আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানাই।
একইভাবে সরকারি কবি নজরুল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী ইসরাত জাহান উষ্ণকে শুক্রবার (১২ জুন) সকালে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে চিকিৎসা দেননি। এরপর সেই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না নেয়ায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি অ্যাম্বুলেন্সেই মারা যান। দুই হাসপাতালে সকাল থেকে ঘুরেও চিকিৎসা না পেয়ে তাকে প্রাণ হারাতে হয়েছে। এভাবে প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন বহু মানুষ। বেসরকারি এবং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে পারছেন না সাধারণ রোগীরা। এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে।
Advertisement
বিবৃতিতে প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, হাইকোর্ট এক নির্দেশনায় উল্লেখ করেন যে, কোনো নাগরিক বিনা চিকিৎসায় মারা গেলে যাদের অবহেলার কারণে মৃত্যু হবে তাদের ফৌজদারি অপরাধের আওতায় আনতে হবে। তাই যারা এই গাফিলতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এফএইচএস/এইচএ/এমকেএইচ