আইন-আদালত

‘যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেছেন, বিষয়টি দুই সপ্তাহ দেখি’

অক্সিজেনসহ ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানিতে হাইকোর্ট বলেছেন, 'অক্সিজেনসহ ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী কিছুদিন আগে কথা বলেছেন। তিনি যেহেতু উদ্যোগী হয়ে কথা বলেছেন। তাই বিষয়টি আমরা অন্তত দুই সপ্তাহ দেখি।'

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এমন মন্তব্য করা হয়। বিষয়টি জাগো নিউজকে জানান, রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

তিনি বলেন, রিটকারী আইনজীবীকে আদালত বলেছেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণে রাখব। আপাতত এ বিষয়ে আদেশ না দিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা যাবে।

অক্সিজেন সংকটের রিট শুনানিতে হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার।

Advertisement

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে জনস্বার্থে সোমাবার (১৫ জুন) ই-মেইলে সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১০ জুন ই-মেইলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন। নোটিশ পাঠানোর পর সঠিক ব্যবস্থা গ্রহণ না করায় রিট করা হয়।

এফএইচ/জেডএ/এমকেএইচ

Advertisement