দেশজুড়ে

কুমিল্লা নগরীর ৪টি ওয়ার্ড লকডাউন ঘোষণা

কুমিল্লা নগরীর চারটি ওয়ার্ডকে করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এসব ওয়ার্ড লকডাউন থাকবে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার এ ঘোষণা দেন।

Advertisement

লকডাউন করা ওয়ার্ডগুলো হচ্ছে- নগরীর ৩, ১০, ১২ এবং ১৩ নং ওয়ার্ড ।

সভায় জানানো হয়, লকডাউন চলাকালে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারবেন না। সকলকে সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে। এ সময় লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ