প্রথম বারের মতো তিন আসরে টানা মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে পুরস্কার এবং একই আসরে তিনটি পুরস্কার পেয়ে গণমাধ্যমের মর্যাদাপূর্ণ এ পুরস্কারে রেকর্ড গড়লেন সিফাত তন্ময়। গণমাধ্যমে শিশু অধিকার বিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য সম্প্রতি ৪৫ জন গণমাধ্যম কর্মীকে সম্মান প্রদান করেছে ইউনিসেফ।রাজধানীর একটি অভিজাত হোটেলে এক আড়ম্ববরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়েছে একাদশ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৫। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফ শুভেচ্ছা দূত আরিফা জামান মৌসুমী ও জুয়েল আইচ এবং ইউনিসেফ বাংলাদেশের সহকারী প্রধান লুইস ভনো পুরস্কার প্রাপ্তদের মাঝে ক্রেষ্ট, সনদপত্র ও পুরস্কার বাবদ সম্মানি বিতরণ করেন।টেলিভিশন রিপোর্টিং অনুর্ধ্ব ১৮ ক্যাটাগরিতে চলচ্চিত্রের সাপ শীর্ষক প্রতিবেদনের জন্য প্রথম স্থান ও সৃজনশীল অনুষ্ঠান ক্যাটাগরিতে পল্লী বালিকাদের স্বপ্নযাত্রা শীর্ষক তথ্যচিত্রের কারণে দ্বিতীয় স্থান লাভ করে সিফাত তন্ময়। সাফল্যের দ্যুতি ছড়িয়েছে রেডিও ক্যাটাগরিতেও। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের পেছনে ফেলে রেডিও রিপোর্টিং এর অনুর্ধ্ব ১৮ ক্যাটাগরিতে বয়ঃসন্ধিকাল শীর্ষক প্রতিবেদনের জন্য প্রথম স্থান লাভ করে তন্ময়।উল্লেখ্য, ২০১৩ ও ২০১৪ সালে অনুষ্ঠিত মীনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সাফল্য অর্জন করে ছিলো তন্ময়। ২০১৪ সালে প্রথম স্থান এবং ২০১৩ সালে দ্বিতীয় স্থান লাভ করে তিনি।সিফাত তন্ময় ২০১২ সাল থেকে যুক্ত আছেন একুশে টেলিভিশনের মুক্ত খবর অনুষ্ঠানটির রিপোর্টার ও উপস্থাপক হিসেবে।জেডএইচ/আরএস/আরআইপি
Advertisement