করোনা মহামারি কেটে যায়নি। এর মধ্যেও ফুটবল ফিরেছে মাঠে। ক্রিকেট ফেরানোর জন্যও চলছে আপ্রাণ চেষ্টা। এরই মধ্যে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য লন্ডন পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এখন তারা রয়েছে কোয়ারেন্টাইনে। আগামী মাসেই সিরিজটি মাঠে গড়ানোর অপেক্ষায়।
Advertisement
ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার জন্য বিশাল বহরের দল ঘোষণা করেছে পাকিস্তানও। আগামী আগস্টেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা পাকিস্তানের। সে লক্ষে ২৯ সদস্যের ক্রিকেট দলের সঙ্গে ১৪ সদস্যের কর্মকর্তার তালিকাও এরই মধ্যে প্রকাশ করেছে পিসিবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও তার দলকে ইংল্যান্ড সফরের অনুমতি দিয়েছে।
তবে ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের একা একাই যেতে হবে। স্ত্রী কিংবা বান্ধবী- পরিবারের কোনো সদস্যকে সঙ্গে নিতে পারবে না আজহার আলি-বাবর আজমরা। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যগত ঝুঁকির কারণেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সফরে না যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে।
ইতিমধ্যে খবর প্রকাশ পেয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানের ২৯ খেলোয়াড় এবং ১৪ কর্মকর্তাকে পাকিস্তান থেকে উড়িয়ে নেয়ার জন্য অর্ধ মিলিয়ন (৫ লাখ) ব্রিটিশ পাউন্ড খরচ করে একটি চাটার্ড বিমান ভাড়া করছে।
Advertisement
পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘পিসিবি তাদের খেলোয়াড়দের এটা পরিস্কার করে জানিয়ে দিয়েছে যে, তাদের পরিবারের সদস্যরা ইংল্যান্ড সফরে যেতে পারবে না। খেলোয়াড়দের একাই সফর করতে হবে। একই সঙ্গে এটাও জানানো হয়েছে যে, খেলোয়াড়দের পরিবারের সদস্যরা যদি ইংল্যান্ডে আলাদ সফর করে, তবুও সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। আগামী সেপ্টেম্বরে সফর শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা তাদের পরিবারের কাছ থেকে দুরেই থাকতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ জুলাই। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে সিরিজটি অনুষ্ঠিত হবে বায়ো-সিকিউর পরিবেশে, দর্শকহীন স্টেডিয়ামে।
পিসিবির ওই সূত্রটি মিডিয়াকে আরও জানিয়েছেন যে, ‘ইংল্যান্ডে পৌঁছার পর পুরো দলকেই বার্মিংহ্যামে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আইসোলেশনে থাকার পর ম্যানচেস্টারে উড়ে যাবে পাকিস্তান দল। ইংল্যান্ডের বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে প্র্যাকটিস এবং ট্রেনিংয়ের জন্য যে তিন থেকে চার সপ্তাহ বায়ো-সিকিউর পরিবেশে থাকতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে।’
পিসিবি কর্তৃক পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণ কিংবা ইংল্যান্ডে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিধি-নিষেধ আরোপ করার কারণে পাকিস্তানি ক্রিকেটার হারিস সোহেল নিজেকে পুরো সফর থেকেই সরিয়ে নিয়েছেন।
Advertisement
২০১৫ বিশ্বকাপের সময় নিউজিল্যান্ডে নিজের হোটেল রুমে ভুতের কবলে পড়েছিলেন বলে দাবি করেন হারিস সোহেল। এবং একই সঙ্গে তিনি পিসিবির কাছে আবেদন করেন, তার সঙ্গে যেন তার স্ত্রীকেও থাকতে দেয়া হয়। কারণ, একা একা থাকা তার পক্ষে মোটেও সম্ভব নয়।
এরপর পিসিবিও তার আবেদন কবুল করে নেয় এবং প্রতিটি বিদেশ সফরেই তার সঙ্গে তার স্ত্রীর সফরের বিশেষ অনুমতি দেয়া হয়। কিন্তু এবার যখন করোনার কারণে একা সফরের বিষয়ে নির্দেশনা জারি করা হলো, তখন নিজেকে তিনি সরিয়ে নিলেন সফর থেকে। কারণ, বিদেশে গিয়ে একা থাকার তার পক্ষে নাকি মোটেও সম্ভব নয়।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ আয়োজন করার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সম্প্রচার কর্তৃপক্ষ থেকে অন্তত ৭০ থেকে ৭৫ মিলিয়ন (৭ থকে সাড়ে ৭ কোটি) পাউন্ড আয় করবে বলে নিশ্চয়তা পেয়েছে। ইসিবি এর আগে জানিয়েছিল, যদি করোনার কারণে পুরো মৌসুম বাতিল হয়ে যায় তাদের, তাহলে ৩৮০ মিলিয়ন (৩৮ কোটি) পাউন্ডের মত ক্ষতির সম্মুখিন হবে তারা।
আইএইচএস/