খেলাধুলা

টোটাল ফুটবলের জনক ক্রুইফের ক্যান্সার

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ। নেদারল্যান্ডস, আয়াক্স ও বার্সেলোনার কিংবদন্তি এই তারকার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া স্প্যানিশ পত্রিকা মেনদো দেপোর্তিভো বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার এক পরীক্ষায় ক্রুইফ তার ক্যান্সারের বিষয়টি জানতে পারেন। তবে ক্রুইফের শারীরিক অবস্থা কতটা গুরুতর, পরীক্ষার পরই তা নির্দিষ্টভাবে জানা যাবে।বার্সেলোনার সাবেক ফুটবলার ক্রুইফের প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, ‘এ সপ্তাহে বার্সেলোনার একটি হাসপাতালে ইয়োহান ক্রুইফের মেডিকেল পরীক্ষা হয়। সেখানেই তার ক্যান্সার ধরা পড়ে।’বার্সেলোনাকে কোচিং করানোর সময়েই ১৯৯১ সালে তার হৃদযন্ত্রে দু`বার বাইপাস সার্জারি করা হয়। প্রায় ২৫ বছর পর ৬৮ বছর বয়সী ফুটবল কিংবদন্তি আরেকটি বড় রোগে আক্রান্ত হলেন। যদিও বিস্তারিত কিছু আর জানানো হয়নি। রোগের মাত্রা জানার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আরটি/আরএস/আরআইপি

Advertisement