জাতীয়

যুক্তরাজ্য থেকে ফিরে ২ জন করোনায় আক্রান্ত

যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফিরে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।

Advertisement

আক্রান্ত দুইজনই উত্তরায় থাকেন। তারা ২০ দিন আগে লন্ডন থেকে ঢাকায় এসে অবতরণ করেন।

মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা ২০ দিন আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরেছেন। আমরা তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেই। তারা কোয়ারেন্টাইনে ছিলেন। তবে কয়েকদিন আগে তাদের উপসর্গ দেখা দিলে তারা করোনা টেস্ট করান। তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

বিমানবন্দর সূত্র জানায়, আগত ২ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। তারা সেদেশ থেকে হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। সেখানে লেখা ছিল যে তারা করোনায় সংক্রমিত ছিলেন না। দেশে ফেরার সময় তাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক ছিল তাই তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Advertisement

এআর/এসএইচএস/পিআর