অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার মজুত এবং বেশি দামে বিক্রির অভিযোগে রাজধানীর গুলশান এলাকায় একটি নার্সিংহোমে অভিযান পরিচালনা করছে র্যাব।
Advertisement
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশান-২ এর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে মায়শা কেয়ার লিমিটেড নামে ওই নার্সিংহোমে শুরু হওয়া অভিযানে বেশকিছু অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মায়শা কেয়ার লিমিটেড নামক ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে।
Advertisement
তিনি বলেন, প্রতিষ্ঠানটি এই করোনাকালের সুযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে অবৈধভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত করেছে যা আবার বাজারের গতানুগতিক দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করছে।
অভিযান চলছে, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/বিএ/জেআইএম
Advertisement