নরসিংদীতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে শ্যামল সাহা (৪০) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৯ জন।
Advertisement
মৃত শ্যামল সাহা পশ্চিম ব্রাহ্মন্দীর বাসিন্দা এবং পাকিজা মিল এর শ্রমিক বলে জানিয়েছে তার ছোট ভাই গোবিন্দ সাহা।
হাসপাতাল এবং পরিবার সূত্রে জানা যায়, তিনি প্রায় ১০ থেকে ১৫ দিন যাবৎ জ্বর ও ঠাণ্ডায় ভুগছিলেন এবং ধীরে ধীরে অবস্থার অবনতি দেখলে পরিবারের লোকজন তাকে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন জানিয়েছেন, জেলায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আটজন। নরসিংদীতে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৭ জন। কেবল সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। এছাড়া জেলা কোভিড হাসপাতাল ও হোম আইসোলেশনে আছেন ৫৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯২ জন।
Advertisement
এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের আংশিক আজ ৫ দিন ধরে রেড জোন ঘোষণার মাধ্যমে জেলা প্রশাসন লকডাউন করে রেখেছে।
রেড জোনকৃত এলাকায় জরুরি প্রয়োজন ব্যতিত বাইরে থেকে তেমন কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। তেমনি ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারছেন না।
জেলা প্রশাসন, পুলিশ বিভাগের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরা সেখানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সার্বিকভাবে সহায়তা প্রদান করছে। তারা লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের কাছে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ওষুধ পৌঁছে দিচ্ছে।
সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম
Advertisement