খেলাধুলা

বিপিএলই আমিরের ফেরার পথ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)`র এবারের আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। বিপিএলে অংশ নেয়াকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম ধাপ মনে করছেন পাকিস্তানের এ পেসার।গত সপ্তাহেই চিটাগাং ভাইকিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ২৩ বছর বয়সী আমির। এই বিষয়ে আমির বলেন, ‘আমাকে বেছে নেয়ায় চিটাগাং ভাইকিংসের প্রতি আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভক্তদের মন জয় করতে দলটির পক্ষে ভালো পারফরমেন্স করতে আমি আমার শতভাগ উজার করে দেব। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পুনর্জীবিত করতে এটাই হবে আমার প্রথম ধাপ।’পাকিস্তানের ঘরোয়া কায়েদ এ আজম ট্রফিতে দারুণ ফর্মে রয়েছেন আমির। টুর্নামেন্টের বাছাই পর্বে সুই সাউদার্ন গ্যাস ফিল্ডের হয়ে মাত্র চার ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া পাঁচ বছর পর প্রথমবারের মত আগামী ২৬ অক্টোবর লাহোরের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলতে নামবেন আমির।আরটি/আরএস/আরআইপি

Advertisement