জাতীয়

চট্টগ্রামে এবার ব্যবসায়ী সমিতির সভাপতির মৃত্যু

চট্টগ্রামের বৃহৎ ব্যবসায়ী সমিতি তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি আলহাজ সামশুল আলম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) ভোরে নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক।

তবে চট্টগ্রামের এই শীর্ষ ব্যবসায়ী নেতা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

তার মৃত্যুতে তামাকুমন্ডি লেন বণিক সমিতি ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আবু আজাদ/বিএ/জেআইএম