দেশজুড়ে

আদিতমারীতে নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের তিন দিন পর সীমান্তবর্তী রত্নাই নদী থেকে রোকেয়া বেগম (২৩) নামে এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে রত্নাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রোকেয়া বেগম আদিতমারী উপজেলার ভেলাবাড়ি গ্রামের নুর হোসেনের স্বামী পরিত্যাক্তা মেয়ে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকার জনৈক রবিউল ইসলামের সঙ্গে সাত বছর পূর্বে রোকেয়ার বিয়ে হয়। বিয়ের তিন বছর পর স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতেই অবস্থান করতেন রোকেয়া বেগম। গত বুধবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী এলাকার দুর্গাপূজা মণ্ডপ দেখতে গিয়ে নিখোঁজ হন রোকেয়া। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো খোঁজ মেলেনি তার। অবশেষে শুক্রবার সকালে স্থানীয় রত্মাই নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করলে রোকেয়ার পরিবার সনাক্ত করেন।আদিতমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জাগো নিউজকে জানান, পানিতে থাকায় মৃতদেহটি অর্ধগলিত হয়েছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, রোকেয়ার মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রবিউল হাসান/এমজেড/পিআর

Advertisement