দেশবরেণ্য চলচ্চিত্রকার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন আজ। ১৯৪১ সালের এই দিনে তিনি বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাষী নজরুলের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে সমষপুর গ্রামে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া রাজধানীর উত্তর কমলাপুরের তার বাসভবনে কোরআনখানি ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।১৯৬১ সালে চলচ্চিত্রকার সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি এ দেশে মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের পথিকৃত। চলচ্চিত্র শিল্পে তার এ অবদানের জন্য তিনি একুশে পদকসহ পেয়েছেন জাতীয় পুরস্কার। তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হন। তার উল্লেখযোগ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভদা, শাস্তি, শিল্পী, হাছন রাজা ইত্যাদি।উল্লেখ্য, খ্যাতিমান এই নির্মাতা ২০১৫ সালের ১১ জানুযারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এআরএস/পিআর
Advertisement