গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৩২৫ জনে।
Advertisement
৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের রিপোর্ট পজিটিভ আসে। সোমবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ জন।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯২ জন। এদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ৭৬ জন। এছাড়া কালিয়াকৈরে ৯, কালীগঞ্জে ৪ জন ও কাপাসিয়ায় ৩ জন।
এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত দুই হাজার ৩২৫ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৭১ জন, কালীগঞ্জে ১৯৭, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৪৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৪৫৬ জন।
Advertisement
করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় সোমবার পর্যন্ত ১৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হয়েছে দুই হাজার ৩২৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। আমিনুল ইসলাম/এমএএস/এমআরএম