সাহিত্য

বর্ষার প্রথম দিনে

ভুলে যাওয়াই তো মানুষের কাজ,নিজেকে তাই মানুষ বলেই মনে হয়।

Advertisement

আমিও ভুলে যাই আর সব মানুষের মতো-ভুলে যাই বর্ষার গানকদমের ফুলব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।

ভুলে যাই চিরচেনা নদীবানের জলবিলের শাপলাহাঁস-ডাহুকের লুকোচুরিঅবাধ্য কচুরিপানাদুরন্ত বাতাস।

ভুলে যাই পালতোলা নাওভাটিয়ালি গানসলাজ নায়ওরির মুখকৃষাণের আলস্য সুখ।

Advertisement

ভুলে যেতে পারি বলেই আজওনিজেকে মানুষ ভাবতে পারি,শুধু আষাঢ়ের প্রথম দিন এলেইসব মনে পড়ে জাতিস্মরের মতো...

এসইউ/এমকেএইচ