রাজধানীর দারুসসালাম থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লার নামাজে জানাজা রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। শুক্রবার ডিএমপির উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত ও নামাজে জানাজাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন শেষে এএসআই ইব্রাহিমের মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হবে। বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় শরিক হবেন জানান তিনি।উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলাকায় দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশি করতে গিয়ে ছুরিকাঘাতে আহন হন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। জেইউ/জেডএইচ/পিআর
Advertisement