গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলার কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর সদরে এসব দুর্ঘটনা ঘটে।জানা যায়, সকাল ১০টার দিকে জেলার কাপাসিয়া উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের তরগাঁও এলাকায় নাতি হৃদয় (১৭) মোটরসাইকেল চালিয়ে তার দাদা আলী আকবরকে (৬০) নিয়ে স্থানীয় আমরাইদ বাজার থেকে তরগাঁও যাচ্ছিলেন। পথে তরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই সড়কে নেমে আসে। এতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে য়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহত দাদা-নাতির বাড়ি স্থানীয় তরগাঁও মধ্যপাড়া এলাকায়।দাদা-নাতি নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুদ্দোজা জাগো নিউজকে জানান, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ১০/১৫ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ চান্দনা চৌরাস্তা এলাকায় বাসচাপায় এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর এ দুর্ঘটনা ঘটে। নিহত পোশাক কর্মীর নাম ফাতমো আক্তার ওরফে ফাহিমা (১৮)। তিনি স্থানীয় পশমী সোয়েটার কারখানার ম্যান্ডিং অপারেটর ছিলেন। তার স্বামী সোহেল মিয়া একই কারখানার নিটিং অপারেটার। ফাহিমা শেরপুরের শ্রীবর্দী থানার ডইলডইল্যা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।নিহত পোশাক কর্মী মৃত্যুর ব্যাপারে নিহতের মামা আব্দুর রহমান জাগো নিউজকে জানান, কারখানায় যাওয়ার পথে সকালে সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাহার আলম জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অপরদিকে, জেলার শ্রীপুর কর্ণপুর বাজারে সংলগ্ন এলাকা থেকে গোসিঙ্গা যাওয়ার পথে লেগুনাচাপায় ফাইজুদ্দিন ফরায়েজী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাইজুদ্দিন ফরাজী কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের মৃত সুরুজ আলী ফরায়েজীর ছেলে।ফাইজুদ্দিনের মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আব্দুর রহমান আরমান/এমজেড/পিআর
Advertisement