অর্থনীতি

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন গভর্নর

তিন দিনের সফরে আগামীকাল (২৪ অক্টোবর) শনিবার দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২৪ থেকে ২৬ অক্টোবর পাঁচ জেলা নীলফামারী, রংপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া সফর করবেন গভর্নর। এ সময় সদ্য বিলুপ্ত  ছিটমহল পরিদর্শন, ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।  ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ৭ টায় উত্তমে মনোহর আইসিএম কৃষক ক্লাব আয়োজিত অনুষ্ঠানে যাবেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর ব্যাংকার্স ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। ২৫ অক্টোবর (রোববার) সকাল ১০টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সদ্য বিলুপ্ত ছিটমহল পরিদর্শন, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিকাল ৫টায় বাংলাদেশ ব্যাংকের রংপুররের ব্যাংকিং হলে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম, ঋণ বিতরণ ও সিএসআর কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬ বাংলাদেশ ব্যাংক, রংপুরের ব্যাংকিং হলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও রংপুর উইমেন চেম্বার মতবিনিময় সভা করবেন। সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ ব্যাংকের রংপুরের সর্বস্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।  ২৬ অক্টোবর ( সোমবার) সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গভর্নরস্ কাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৫ এর উদ্বোধন করবেন। বেলা ১২টায় জয়পুরহাটের সার্কিট হাউজে কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধন, কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিণ ফাইন্যান্সিং খাতে ও ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত গবাদি পশু পালন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করবেন।  বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নবনির্মিত গেস্ট হাউজের উদ্বোধন করবেন। সোমবার বিকেল ৪টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন গভর্নর।  এসআই/জেডএইচ/পিআর

Advertisement