আন্তর্জাতিক

করোনা সামলাতে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন ভালো করছে, বলছে জরিপ

করোনাভাইরাস মহামারির ফলে সারাবিশ্বে চীনের প্রভাব কতটা বেড়েছে আর যুক্তরাষ্ট্র কতটা সমর্থন হারাচ্ছে তার নমুনা দেখা গেল আরও একবার। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অর্ধ শতাধিক দেশের মধ্যে মাত্র তিনটি দেশের মানুষ মনে করছেন, চীনের চেয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবে করোনা মোকাবিলা করছে।

Advertisement

সম্প্রতি জার্মান জরিপ প্রতিষ্ঠান ডালিয়া রিসার্চ ৫৩টি দেশের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মতামত নিয়ে এ জরিপ পরিচালনা করে। এতে সহযোগিতা করেছে সাবেক ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন পরিচালিত অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন। তাদের এ জরিপেই পরিষ্কার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতি সারাবিশ্বে ক্রমবর্ধমান অসন্তোষ।

জরিপে দেখা গেছে, করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপে জনগণের সন্তুষ্টির হিসাবে সবচেয়ে এগিয়ে গ্রিস। দেশটিতে জরিপে অংশ নেয়া ৮৯ শতাংশ জনতা মনে করে, তাদের সরকার ভালোভাবে করোনাভাইরাস প্রতিরোধ করছে। এরপর রয়েছে তাইওয়ান (৮৭ শতাংশ), আয়ারল্যান্ড (৮৭ শতাংশ), দক্ষিণ কোরিয়া, (৮৬ শতাংশ), অস্ট্রেলিয়া (৮৬ শতাংশ) ও ডেনমার্ক (৮৬ শতাংশ।)

এই তালিকায় সবার নিচে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

Advertisement

জরিপে অংশগ্রহণকারী দেশগুলোর মাত্র এক তৃতীয়াংশ মানুষ মনে করে, মার্কিন সরকার ঠিকঠাক করোনা নিয়ন্ত্রণ করছে। বিপরীতে, ৬০ শতাংশ মনে করে, এ কাজে চীন ভালো করছে। মাত্র তিনটি দেশ- তাইওয়ান (চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল), যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষ মনে করে, করোনা মোকাবিলায় চীনের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র।

ইউরোপের এক তৃতীয়াংশ মানুষ মনে করে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক গণতন্ত্রের জন্য উপকারী। বিপরীতে অর্ধেক মানুষই বলেছে, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

ইউরোপের ১৫টি দেশেই বেশিরভাগ মানুষ মনে করছে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক গণতন্ত্রের ক্ষতি করছে। জার্মানিতে এমন বিশ্বাস রাখা মানুষ সবচেয়ে বেশি- প্রায় ৪০ শতাংশ।

সূত্র: দ্যা গার্ডিয়ান

Advertisement

কেএএ/জেআইএম