দেশজুড়ে

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই

কিশোরগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

Advertisement

এ নিয়ে কিশোরগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪৮ জনে। করোনায় এ পর্যন্ত মৃত্যু হ‌য়ে‌ছে ১৭ জনের। আর সুস্থ হ‌য়ে‌ছেন ২৯৭ জন।

নতুন আক্রা‌ন্তের তালিকায় রয়েছেন কি‌শোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, হো‌সেনপু‌রে ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১৪ জন, কুলিয়ারচর উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় ১৫ জন ও মিঠামইন উপজেলায় ১ জন।

এদিকে ‌জেলার সি‌ভিল সার্জন ডা. মো. হা‌বিবুর রহমান জানান, গত ৮ জুন ঢাকায় ১৮২টি নমুনা পরীক্ষা করে ৫৭ জন এবং ৯ জুন কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লে‌জের পি‌সিআর ল্যা‌বে ৯৪ জনের নমুনা পরীক্ষা ক‌রে ১২ জ‌নের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

Advertisement

এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার ১৫৩ জন, হোসেনপুর উপজেলার ২১ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৭ জন, তাড়াইলে ৬২ জন, পাকুন্দিয়ায় ৪৪ জন, কটিয়াদীতে ৫১ জন, কুলিয়ারচরে ৫৯ জন, ভৈরবে ৩৬৪ জন, নিকলীতে ১৪ জন, বাজিতপুরে ৫৭ জন, ইটনায় ২৩ জন, মিঠামইনে ২৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৬ জন আক্রান্ত হ‌য়ে‌ছেন।

নূর মোহাম্মদ/এমএসএইচ