জাতীয়

রাজধানীতেই ৩৩৭ আনসার সদস্য করোনায় আক্রান্ত

জাতীয় সংসদ ভবনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ৮১ জন আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ৮১ জনসহ শুধু রাজধানীতেই আজ রোববার (১৪ জুন) বিকেল ৫টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আনসার ব্যাটালিয়নের ৩৩৭ জন সদস্য।

Advertisement

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, 'শুধু ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৩৩৭ জন সদস্য।'

'জাতীয় সংসদ ভবনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ৮১ জন ব্যাটালিয়ন আনসার আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করেছেন। এ ছাড়া জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ন আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।'

'ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন হাসপাতালের ফ্রন্টলাইনে দায়িত্ব পালন করতে গিয়ে ২১৪ জন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আক্রান্ত হন। এ ছাড়া বাহিনীর সদর দফতরে আক্রান্ত হয়েছেন ১৫ জন সদস্য।'

Advertisement

উপ-পরিচালক (যোগাযোগ) আরও বলেন, ঢাকার চেয়ে অন্যান্য জেলায় এ বাহিনীর করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। সারাদেশে এ বাহিনীর কোভিড-১৯ এ সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৫২ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১১৫ জন সদস্য। এ পর্যন্ত বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ সুস্থ হয়েছেন ২৮৭ জন সদস্য। সুস্থতার হার ৬৩ শতাংশের চেয়ে বেশি।'

'হোম কোয়ারেন্টাইনে আছেন এ বাহিনীর ৪৮ জন। করোনা আক্রান্ত হয়ে ৮৬ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেলে কোয়ারেন্টাইনে আছেন ৭৭ জন।'

তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সার্বক্ষণিক বাহিনীর আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন এবং দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দিচ্ছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত ১১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাহিনীর আব্দুল মজিদ নামে একজন সদস্য মৃত্যুবরণ করেন। আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার (আইডি নং-১৩১৮৯), তার বাড়িও বগুড়ায়। মৃত্যুর আগে তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন।

Advertisement

করোনায় আনসার বাহিনীর দ্বিতীয় মৃত্যুবরণকারী আব্দুস সোবহান। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন দুপুরে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অঙ্গীভূত আনসার সদস্য আব্দুস সোবাহানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাট গ্রামে। মৃত্যুর আগে তিনি হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

জেইউ/জেডএ/এমকেএইচ