দেশজুড়ে

লক্ষ্মীপুরগামী ইকোনো সার্ভিসে ডাকাতি, আহত ৫

ঢাকা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের রায়পুরগামী যাত্রীবাহী ইকোনো সার্ভিসে ডাকাতি হয়েছে। নোয়াখালীর চৌমুহনী থেকে এক কিলোমিটার পশ্চিমে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তারা কুপিয়ে ও পিটিয়ে পাঁচজনকে আহত করে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।ওই বাসে থাকা যাত্রী রায়পুর দর্পণ পত্রিকার সম্পাদক ইসমাইল হোসেন খান শামিম ডাকাতির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।কাজল কায়েস/এমজেড

Advertisement