করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর বিশ্বজুড়ে অন্যান্য রোগে আক্রান্তরা স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন না। এমনকি বিনা চিকিৎসায় অনেক রোগীর প্রাণহানির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
Advertisement
কিন্তু মহামারির এই কঠিন সময়ে উল্টো স্রোতে হেঁটে অনন্য নজির গড়ল ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল। দেশটিতে দীর্ঘ লকডাউনের মাঝে এই হাসপাতাল প্রায় পাঁচশ' ক্যান্সার রোগীর অপারেশন করেছে।
ভারতে করোনাভাইরাস প্রাদুর্ভাব সবচেয়ে বেশি যে কয়েকটি রাজ্যে, তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। এই রাজ্যে করোনা সংক্রমণের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। এর মাঝে এতগুলো জটিল অপারেশন করে প্রশংসায় ভাসছে মুম্বাইয়ের এই হাসপাতাল। করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন ধাপে ধাপে শিথিল করে দেশটিতে আনলক-ওয়ান পর্বের এক সপ্তাহ পেরিয়ে গেছে। তবে প্রতিদিন করোনা সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি হওয়ায় আনলক টু নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২২ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৯ হাজার ১৯৫ জন। করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় এখন শীর্ষে রয়েছে ভারত।
Advertisement
ভারতীয় একটি গণমাধ্যম বলছে, সঙ্কটময় এই পরিস্থিতিতে যখন ধাক্কা খেয়েছে অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা; তখন ৪৯৪ জন ক্যান্সার আক্রান্ত রোগীর জটিল অস্ত্রোপচার হয়েছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে।
মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে এমন কিছু রোগীর অপারেশন হয়েছে যাদের বয়স অনেক বেশি এবং তাদের অনেকের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। এই রোগীদের কেউই করোনা সংক্রমিত হননি।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে টাটা মেমোরিয়ালের একদল চিকিৎসক লিখেছেন, করোনা মহামারির এই সময়েও তারা প্রত্যেকদিন ১ হাজার ৬০০ রোগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
টাটা মেমোরিয়াল হাসপাতালের উপ-পরিচালক শৈলেশ ভি শ্রীখণ্ড বলেন, রোগীদের স্বার্থেই কঠিন চ্যালেঞ্জ নিতে হয়েছে আমাদের। চলতি বছরে ভারতে প্রায় ১০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
Advertisement
এসআইএস/এমকেএইচ