ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ নিজ জেলা গোপালগঞ্জে নেয়া হয়েছে। রোববার (১৪ জুন) বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার কেকানিয়া গ্রামে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ পৌঁছে।
Advertisement
এরপর স্বাস্থ্যবিধি মেনে বাদ আসর কেকানিয়া গ্রামে নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়। পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে শেখ আব্দুল্লাহকে দাফন করা হবে।
এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনার উপসর্গ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। পরে রোববার বেলা ১১টার দিকে তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
আরএআর/এমএস
Advertisement