প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে স্তম্ভিত হয়ে পড়েছে বলিউড পাড়া। এ শোকের ছায়া নেমেছে গোটা ভারতে। যেন শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সুশান্তের সহকর্মী অভিনয়শিল্পী থেকে রাজনৈতিক নেতা, ক্রিকেটারসহ সর্বস্তরের মানুষ। তারা বলছেন, সুশান্ত যে গতিতে এগিয়ে চলছিলেন, তার অনেক দূর যাওয়ার সামর্থ্য ছিল।
Advertisement
ভারতীয় চলচ্চিত্রের এ নন্দিত অভিনেতার মরদেহ রোববার (১৪ জুন) তার মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। যদিও আত্মহত্যার কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাভিভূত হয়ে পড়েন ভারতের সিনেমাপ্রিয় কোটি মানুষ। শোকে স্তব্ধ হয়ে পড়েন সুশান্তের বলিউডের সহকর্মী, ভারতের রাজনৈতিক নেতৃত্ব, তারকা ক্রীড়াবিদসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ।
এ বিয়োগাত্মক খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘সুশান্ত সিং রাজপুত... একজন দীপ্তিমান তরুণ অভিনেতার অকাল প্রয়াণ। তিনি টিভি এবং সিনেমায় সমানে দাপিয়ে কাজ করেছেন। বিশ্ব বিনোদন জগতে তার উত্থান অনেকের জন্য প্রেরণার এবং তিনি অনেক স্মরণীয় কাজ রেখে গেছেন। তার প্রয়াণে স্তম্ভিত। তার স্বজন ও ভক্তদের প্রতি সমবেদনা।’
Advertisement
কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, ‘দুর্দান্ত প্রতিভাধর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে পড়েছি। তিনি পাটনার (মন্ত্রীর নিজের শহর) ছিলেন। গত বছর রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত মনে পড়ছে। তিনি আমাকে জানিয়েছিলেন, তার পরিবার পাটনার রাজীব নগরে থাকে। তার অনেক দূর যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি অনেক দ্রুতই চলে গেলেন।’
মুম্বাই যে রাজ্যে অবস্থিত, সেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তার টুইটারে শোক প্রকাশ করে এক বার্তায় বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের আকস্মিক বিয়োগের খবরে স্তম্ভিত ও ব্যথিত। তার পরিবার, ভক্ত ও প্রিয়জনদের এ শোক সইবার ক্ষমতা দিন স্রষ্টা।’
ক্রিকেটের বরপুত্র শচিন টেন্ডুলকার টুইট বার্তায় লেখেন, ‘সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে ফেলার খবরে স্তম্ভিত ও ব্যথিত। কী প্রতিভাধর অভিনেতা ছিলেন তিনি। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। তার আত্মার শান্তি হোক।’
বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার টুইটারে লেখেন, ‘আমাকে এই খবর সত্যিই স্তম্ভিত ও বাকরুদ্ধ করে দিয়েছে। আমি ছিছোড়ে সিনেমাতে সুশান্ত সিং রাজপুতকে দেখছিলাম এবং ওই সিমেনার প্রযোজক আমার বন্ধু সাজিদকে বলছিলাম যে, আমি কেমন উপভোগ করেছি সিনেমাটা, তাকে এও বলেছিলাম যে, এই সিনেমার অংশ হতে না পারার আক্ষেপ হয়েছে আমার। কী দুর্দান্ত অভিনেতা ছিলেন... স্রষ্টা তার পরিবারকে এ শোক সইবার ক্ষমতা দিন।’
Advertisement
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত টুইটারে তার শোক জানিয়ে বলেন, ‘সুশান্তের মতো এমন প্রতিভাধর ও দাপুটে অভিনেতাকে হারানোর খবর হৃদয় ভেঙে দেয়। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি জীবনভর মনে রাখবো। তার শোকাহত পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
টেনিস তারকা সানিয়া মির্জা লেখেন, ‘সুশান্ত, হৃদয় ভেঙে গেল, তুমিই না বলেছিলে যে একদিন আমরা একসঙ্গে টেনিস খেলবো...তুমি ছিলে অনেক প্রাণোচ্ছল-আনন্দমুখর একজন মানুষ। যেখানেই যেতে সেখানেই হাসি ছড়িয়ে দিতে...যখন এটা লিখছি আমার হাত কাঁপছে...শান্তিতে থাকো বন্ধু আমার!’
সুশান্ত সিংয়ের সঙ্গে ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করা দিশা পাটানি তার টুইটারে শুধু হৃদয় ভেঙে যাওয়ার একটি ইমোটিকন বা চিহ্ন পোস্ট করেছেন।
এ খবর শুনে নন্দিত পরিচালক অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে... এটা সত্য নয়!’ মডেল ও অভিনেত্রী গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়...কী ঘটছে?’
ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে শোকের ছায়া। সানি দেওল, সোনালী বেন্দ্রে, উর্মিলা মাতন্ডকর, প্রাচী দেশাইসহ অনেক অভিনয় তারকা শোক প্রকাশ করেছেন সুশান্ত সিং রাজপুতের চিরবিদায়ে।
জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।
এইচএ/এমকেএইচ