পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৮২৫ জন; যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৩০ জনে।
Advertisement
রোববার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮০ জন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২৫ জন।
মন্ত্রণালয় বলছে, করোনায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৩২ জনে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৭৩৫ জন।
পাকিস্তানে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে দেশটির পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে। এ দুই প্রদেশেই আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি।
Advertisement
পাক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, পাঞ্জাবে ৫২ হাজার ৬০১ এবং সিন্ধ প্রদেশে ৫১ হাজার ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খাইবার-পাখতুনখাওয়ায় ১৭ হাজার ৪৫০, বেলুচিস্তানে ৮ হাজার ২৮, ইসলামাবাদে ৭ হাজার ৯৩৪, গিলগিট-বাল্তিস্তানে এক হাজার ৯৫ এবং পাক অধিকৃত কাশ্মীরে ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ২৯ হাজার ৫৪৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে; এ নিয়ে দেশটিতে মোট পরীক্ষার সংখ্যা ৮ লাখ ৬৮ হাজার ৫৬৫।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, উচ্চ সংক্রামক করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৭৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি।
করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে ২০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ১ লাখ ১৫ হাজারের বেশি।
Advertisement
সূত্র: পিটিআই।
এসআইএস/এমএস/এমএস