জাতীয়

স্বাস্থ্য শিক্ষা সচিব সস্ত্রীক করোনায় আক্রান্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

রোববার (১৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে গত পাঁচদিন ধরে বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি ও তার স্ত্রী বর্তমানে সুস্থ হওয়ার পথে। তিনি (সচিব) সবার কাছে দোয়া চেয়েছেন।’

অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব মো. আবদুল মান্নানের সহধর্মিণী কামরুন নাহার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৩ জুন) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

Advertisement

আরএমএম/এএইচ/জেআইএম