ময়মনসিংহে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়।
Advertisement
এ নিয়ে রোববার (১৪ জুন) পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০৮ জনে।
সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, নতুন করে আক্রান্ত ১১ জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকা ও সদরে ৮ জন, গফরগাঁওয়ে ১ জন, ঈশ্বরগঞ্জে ১ জন এবং ফুলপুরে ১ জন রয়েছেন। ফুলপুরের সিদ্দিকুর রহমান (৩০) শুক্রবার সকালে করোনার উপসর্গ নিয়ে এসকে হাসপাতালে ভর্তি হয়ে রাতেই তার মৃত্যু হয়। পরে করোনা পজিটিভ আসে।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন, সুস্থ হয়েছেন ৩১৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৫৪১ জন।
Advertisement
এফএ/জেআইএম