ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
রোবাবার সকাল সাড়ে ৯টার দিকে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী শুভ্রতা মন্ডল (৩৩), ছেলে লিজান বিশ্বাস (৬) ও শ্যালক শ্যামল মন্ডল (৩৫) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা ট্রাকের হেলপার মো. রিপন (৪০)।
আহতদের মধ্যে বিপুল বিশ্বাস এবং তার শাশুড়ি রোজিনা মন্ডলসহ তাদের পরিবারের আরও এক সদস্য রয়েছেন।
Advertisement
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শহীদুল ইসলাম জানান, নিহত ৩ জনসহ একই পরিবারের সদস্য। প্রাইভেটকারে মোট ৬ জন মুজিবনগর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ জন নিহত হন। পরে ট্রাকের মধ্যে আটকা পড়া অবস্থায় মারা যান হেলপার রিপন। তবে আটকে পড়া ট্রাক চালককে উদ্ধারের চেষ্টা চলাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে আহত অবস্থায় ৩ জনকে আনা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/পিআর
Advertisement