হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
Advertisement
তবে তার করোনাভাইরাস পজিটিভ কি-না এজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার (১৪ জুন) বেলা ১১টায় করোনা পরীক্ষার ফলাফল আসলে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (১৩ জুন) রাতে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পর দাফনের বিষয়ে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর করোনাভাইরাসের নমুনা নেয়া হয়েছে। বেলা ১১টায় রিপোর্ট আসবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, রাত ১১টা ৪৫ মিনিটে সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল।
প্রধানমন্ত্রী বলেন, শেখ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।
এইউএ/এফআর/এমএসএইচ
Advertisement