দেশজুড়ে

খুলনায় একদিনে করোনা আক্রান্তের রেকর্ড

 

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। ল্যাব স্থাপনের পর থেকে এতদিন ৪০-৪৫ জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও শনিবার (১৩ জুন) একদিনে ৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এই ল্যাবে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর মধ্যে খুলনায় ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে। এটি খুলনা জেলা ও মহানগরীর সর্বোচ্চ করোনা শনাক্ত।

Advertisement

একই সঙ্গে বাগেরহাটের সাতজন সাতক্ষীরার চারজন, যশোরের তিনজন, ঝিনাইদহের নয়জন, মাগুরার দুইজনের করোনা পজিটিভ এসেছে। শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি বলেন, খুলনা মেডিকেল কলেজের ল্যাবে শনিবার সর্বাধিক ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। খুলনা বিভাগের নমুনা ছিল ১২৪টি। এর মধ্যে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র খুলনা জেলায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন। পাশাপাশি বাগেরহাটের সাতজন, সাতক্ষীরার চারজন, যশোরের ১৩ জন, ঝিনাইদহের নয়জন ও মাগুরার দুইজন আক্রান্ত হয়েছেন।

এর আগে শুক্রবার (১২ জুন) খুমেক ল্যাবে সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত হয়। যা এই ল্যাবে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। এর মধ্যে খুলনায় ৪০ জনের করোনা পজিটিভ ছিল। যা খুলনায় একদিনে শনাক্তের রেকর্ড ছিল। শনিবার সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড। খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। আর করোনা আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান ২১ এপ্রিল।

Advertisement

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, প্রতিদিনই খুলনায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবুও মানুষের মাঝে পর্যাপ্ত সচেতনতা দেখা যাচ্ছে না। অকারণে অনেকে বাইরে ঘোরাঘুরি করছেন। আর বাইরে ঘোরাঘুরির কারণে করোনায় আক্রান্ত হচ্ছেন। নারীদের তুলনাই পুরুষ বেশি আক্রান্ত হওয়ার মূল কারণ হলো বাইরে ঘোরাঘুরি করা।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ