দেশজুড়ে

সম্প্রীতি বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবারই, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ দেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে আমাদের।তিনি বলেন, বর্তমান সরকার সনাতন ধর্মালম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে পালনে সকল প্রকার সহযোগিতা প্রদান করেছে এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা সবাই যার যার ধর্ম আলাদাভাবে পালন করবো। কিন্তু এর আনন্দটুকু সবাই মিলে ভাগ করে নেবো। এটাই হোক আজকের শারদীয় দুর্গাপূজার মহাদশমীর অঙ্গীকার।বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর পৌরএলাকাসহ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্তদের উদ্দেশে তিনি এ কথাগুলো বলেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরে প্রথম পরিদর্শন শুরু করে।পরে শ্রী শ্রী গোপাল জিউর আখরা, মিনার্ভা ম্যাচ, পুরান বাজার পালপাড়া, ঘোষপাড়া, বারোয়ারী আখড়া, হরিসভা, শ্রী শ্রী কালিবাড়ি মন্দীর, গুয়াখোলা, মহামায়া, ডাসাদী পূজামণ্ডপ পরিদর্শন করেন।এসময় চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, অজয় কুমার ভৌমিক, সুভাষ চন্দ্র রায়, অ্যাড. রনজিত রায় চৌধুরী, তমাল ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান বাদলসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে তিনি চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।ইকরাম চৌধুরী/বিএ

Advertisement