প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে অন্যদের প্রথম সতর্ক করার চেষ্টা করার পর চীনের উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াং শেষ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছিলেন। লির মৃত্যুর কয়েক মাস পর তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
Advertisement
করোনাভাইরাস সম্পর্কে প্রথম সতর্কবার্তা দেয়া (হুইসেলব্লোয়ার) উহান হাসপাতালের চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের স্ত্রী ফু জুয়েজি সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ডা. লি’র শেষ উপহার।’
ডা. লি ওয়েনলিয়াংয়ের স্ত্রী ফু জুয়েজি বলেন, তার এখন দুটি সন্তান রয়েছে। এক বার্তায় তিনি বলেন, ‘প্রিয় স্বামী তুমি কি স্বর্গ থেকে দেখতে পাচ্ছো? তুমি আমাকে একটি শেষ উপহার দিয়েছো আজ। আমি অবশ্যই তাদের ভালোবাসবো এবং রক্ষা করবো।’
ডিসেম্বরের শেষে করোনার প্রাদুর্ভাব শুরুর কথা জানায় চীন। কিন্তু তার আগেই এ নিয়ে বেইজিং কর্তৃপক্ষকে সতর্ক করেছিল লি ওয়েনলিয়াং। কিন্তু তার কথায় কোন গুরত্ব না দিয়ে উল্টো তাকে তিরষ্কার করা হয়। পরে করোনায় আক্রান্ত হয়েই গত ফেব্রুয়ারিতে তিনি মারা যান।
Advertisement
গত ডিসেম্বরে লি ওয়েনলিয়াং তার সহকর্মীদের ওই সতর্কবার্তা পাঠান। পরে এই খবর জানাজানি হয়ে গেলে লির মৃত্যু নিয়ে সরকারের সমালোচনা শুরু হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে গোটা চীনের সাধারণ মানুষ। পরে অবশ্য বেইজিং কর্তৃপক্ষ লিকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করে।
এসএ