বিনোদন

কান উৎসবে কৃষ্ণকলির এনওসি

বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। এবারে বস্তে চলেছে এত ৭৩তম আসর। এখানে নির্বাচিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলামের প্রথম প্রামাণ্যচিত্র ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’।

Advertisement

প্রামাণ্যচিত্রটি এবারের আসরের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম (ফিল্ম কেনাবেচার বাজার)’ এর ‘কান ডকস’ এ অংশ নিচ্ছে বলে জানা গেল।

ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) তাদের ওয়েবসাইটে এমন তথ্য নিশ্চিত করেছে।

সেখানে দেখা যাচ্ছে, ‘স্পটলাইটেড প্রজেক্ট’ হিসেবে বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রকল্প কৃষ্ণকলির ‘নো অবজেকশন সার্টিফিকেট স্থান পেয়েছে।

Advertisement

এর ফলে কানের মার্শে দ্যু ফিল্মের প্রডিউচার্স ওয়ার্কশপে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পের প্রভাববিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পাবেন ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’র নির্মাতা। তবে এটি কান উৎসবের অফিসিয়াল কোনো ঘটনা নয়।

এই প্রসঙ্গে কৃষ্ণকলি ইসলাম বলেন, 'দেশের সমাজ ব্যবস্থায় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একজন মায়ের জীবন সংগ্রামের গল্প দেখানো হয়েছে এই প্রামাণ্যচিত্রে। চিত্রনাট্য ও গবেষণার কাজ শেষ হয়েছে। একজন সহ প্রযোজক খুঁজছি।চলতি বছরের শেষ দিকে দৃশ্যধারণ কাজ শুরু করার ইচ্ছে আছে। আর আগামী বছরের শেষ দিকে এটি মুক্তি পেতে পারে।'

কৃষ্ণকলি আরও জানিয়েছেন, এই ধরণের কাজের আগ্রহ পেয়েছি নির্মাতা অপর্ণা সেনের সিনেমা দেখে। কানের মত আয়োজনে সুযোগ পেয়ে ভালো লাগছে। ভবিষ্যতে আরও কাজের অনুপ্রেরণা পেলাম।'

জানা গেছে, এর আগে ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ এর আগে ‘ঢাকা ডক ল্যাব’ আয়োজনে স্কলারশিপ পেয়েছে। এটি প্রযোজনায় সঙ্গে যুক্ত আছেন তারেক হাসান।

Advertisement

এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসর করোনা কারণে বিকল্প ব্যবস্থায় ২২ থেকে ২৬ জুন ভার্চুয়ালি আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে ২৩ থেকে ২৫ জুন মার্শে দ্যু ফিল্মে নির্বাচিত প্রামাণ্যচিত্রের নির্মাতারা আলোচনায় অংশ নেবেন।

এলএ/এমএবি/জেআইএম