খেলার মাঠে প্রতিপক্ষ দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকাই স্বাভাবিক। তবে মাঠের বাইরে গেলেই আবার তাদের মধ্যে দেখা যায় বন্ধুভাবাপন্ন সম্পর্ক। কিন্তু ব্যতিক্রম দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক গৌতম গম্ভীর এবং শহিদ আফ্রিদি।
Advertisement
এ দুজন খেলোয়াড়ি জীবনে যেমন মাঠের ভেতরে ঝগড়া লেগে যেতেন প্রায়ই, তেমনি খেলা ছাড়ার পর এখন বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও একে অপরকে আক্রমণ করতে ছাড়েন না। তবে একটি বিষয় নিশ্চিত, সব বিষয়ে এমন ‘শত্রুতা’ থাকলেও, মন থেকে কেউই কারও খারাপটা চান না।
যার প্রমাণ মিলল, শহিদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে। আজ (শনিবার) দুপুরে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন আফ্রিদি। আর এ খবর শুনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ‘শত্রু’ গম্ভীর।
বর্তমানে বিজেপির সংসদ সদস্য গম্ভীর নিজ দেশের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’তে বলেছেন, ‘কেউই এই ভাইরাসে আক্রান্ত হোক চাই না। শহিদ আফ্রিদির সঙ্গে আমার রাজনৈতিক মতভেদ রয়েছে। তবে আমি চাই সে যেন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে যায়। তবে আফ্রিদির চেয়েও বেশি চাই, আমাদের দেশের মানুষ যেন দ্রুত সুস্থ হয়ে যায়।’
Advertisement
গম্ভীর আরও বলেছেন, ‘আমাকে নিজ দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে। ভারতকে সাহায্য করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু তাদের আগে নিজেদের দেশের মানুষকে সাহায্য করা উচিৎ। তারা সাহায্য করতে চেয়েছে, আমি কৃতজ্ঞ। তবে তাদের আগে সীমান্তের সন্ত্রাস বন্ধ করা উচিৎ।’
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি। মানুষের জন্য কাজ করতে করতে এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়।
আজ (শনিবার) দুপুর নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন আফ্রিদি। তার আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণ হারিয়েছেন।
নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ভয়াবহ ব্যথা করছিল। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’
Advertisement
এসএএস/এমকেএইচ