দেশজুড়ে

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় শিশুসহ সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে শুক্রবার পাঁচজন এবং শনিবার দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে।

Advertisement

শনিবার সকালে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা জাবেদ মন্ডলের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে আঞ্জু খাতুন (১৫) তার কক্ষে ফাঁস আত্মহত্যা করে।

একই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাজন গ্রামে মনরঞ্জন রায় (৫০) পারিবারিক কলহের কারণে তিনিও নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে, গতকাল শুক্রবার বিকেলে ধরনিবাড়ি ইউনিয়নের দিগরটারী গ্রামে আব্দুল মালেক লাভলুর ছেলে মাসুদ মিয়া (১৯) আম পারতে গিয়ে গাছ থেকে পরে মারাত্মক আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ নেবার পথে তার মৃত্যু হয়।

Advertisement

একইদিন সকালে ফুলবাড়ী উপজেলায় গঙ্গারহাটে নব-নির্মিত আধাপাকা ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের পানির বিষক্রিয়ায় আল আমিন (২৫) ও সুজন মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামে শামসুল হকের ১৪ মাসের ছেলে ফাহাদ হোসেন বাড়ির পুকুরে ডুবে মারা গেছে। একই উপজেলার সোনাহাট ইউনিয়নের সোনাহাট গ্রামের বাসিন্দা খয়বর আলীর ছেলে টুটুল মিয়া (১০) বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। স্ব-স্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছে।

নাজমুল/এমএএস/জেআইএম

Advertisement