বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, দুর্গাপূজা বাংলাদেশের সকল সম্প্রদায়ের উৎসব। এই উৎসব এদেশে সুন্দরভাবে পালিত হচ্ছে। সরকারে সহায়তায় দেশে হাজার হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে তিনি কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে স্বাগত জানান। এরপর তিনি ভারত সরকারের সহায়তায় নির্মিত কুমুদিনী হাসপাতালের পয়ঃপদ্ধতি, পয়ঃব্যবস্থা প্রকল্প এবং দূষিত পানি বিশুদ্ধকরণ প্রকল্প এর ভিত্তি প্রস্তুর স্থাপন ও উদ্বোধন ফলক উম্মোচন করেন।এসময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন। পরে তিনি ভারতেশ্বরী হোমস ও ঐতিহ্যবাহী দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।এদিকে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য দেশি-বিদেশি পর্যটকেরা কুমুদিনী চত্বরে ভিড় করেন। এর মধ্যে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন, সাবেক চিপ হুইপ সাংসদ আবুল হাসনাত আব্দুল্লাহ, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসএইচএস/আরআইপি
Advertisement